ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জের রানিহাটী বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পৌর এলাকার শিবতলা মহল্লার মৃত মাহাতাব উদ্দিন ও রাবেয়া বসরীর ছেলে মরশালিন হক (২০)। প্রত্যক্ষদর্শী রানিহাটী এলাকার আতিকুল ইসলাম ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বেলা সাড়ে ৩ টার দিকে মরশালিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সামনে সাইকেল চালানো একটি শিশুকে বাঁচাতে ব্রেক করলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। রোডে পড়ে গেলে পিছন থেকে অতর্কিত ভাবে আরও একটি মোটরসাইকেল এসে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় মরশালিন হক। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।