বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান বিজয়ী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৭৮ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নতুন পৌর মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন মতিউর রহমান খান (স্বতন্ত্র) চামুচ ৭৬২৭ ভোট পেয়ে। শনিবার (৩০ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ১১ টি কেন্দ্রে ভোট গ্রহন চলে। একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস (নৌকা) পেয়েছে ৭০৬২ ও বিএনপি মনোনীত প্রার্থী তারিক আহমদ (ধানের শীষ) পেয়েছে ২৮৮০ ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী জোহনা খাতুন (ডাব) পেয়েছে ১৮৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ডা. মফিজউদ্দিন (নারিকেল গাছ) পেয়েছে ১০৮৪ আশরাফুল হক (জগ) পেয়েছে ৩০৭৭ ও নুরে আলম সিদ্দিকী বিপ্লব (মোবাইল) পেয়েছে ৮০ ভোট। নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৮৪ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৯১৩ জন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাচন কমকর্তা সিরাজুল ইসলাম জানান, রহনপুর পৌরসভা নির্বাচনসুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিলো।নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত মতিউর রহমান খান সরকারী ভাবে ঘোষনা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com