মোঃ হারুন অর রশিদ,রাজশাহীর গোদাগাড়ী থেকেঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে পৌর আওয়ামীলীগের ৬ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।এছাড়াও তাদের দল থেকে স্হায়ী ভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।বহিষ্কৃত নেতারা হলেন,আসন্ন গোদাগাড়ী নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী,পৌর আওয়ামী লীগের সদস্য ও বতর্মান মেয়র মনিরুল ইসলাম বাবু,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রবিউল আলম,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএ শাহীন,ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম হোদা ও সদস্য মজিবুর রহমান।আজ সোমবার পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বহিস্কৃতরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী এবং বাকীরা বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করে ভোট প্রচার করছেন।ফলে দলের ভেতরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।ফলে গত ২৭ জানুয়ারী গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত ভাবে বিদ্রোহী প্রার্থী ও তার সহযোগী নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। উল্লেখ্য যে,আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় গোদাগাড়ী পৌর নির্বাচনে পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসকে দল দলীয় মনোনয়ন দেয়।অন্যদিকে বতর্মান মেয়র দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছে।