মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বছর পূর্তি পেরিয়ে ৯ম বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দৈনিক আমার সংবাদ পত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলামের আয়োজনে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর অফিস কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেস ক্লাবের সহসভাপতি সোহেল রানা, আমার সংবাদ প্রত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক সকালের সময় পত্রিকার নাচোল প্রতিনিধি মোঃ নাসিম, দৈনিক এশিয়াবাণী পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক ডোনেট বাংলাদেশ প্রত্রিকার প্রতিনিধি জমির উদ্দিন, প্রমূখ। সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন,“দৈনিক আমার সংবাদ প্রত্রিকাটির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। জনপ্রিয় এই পত্রিকাটি ইতিমধ্যে পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আগামী দিনে এই পত্রিকার মাধ্যমে এই এলাকার বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশ করে এলাকার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।” নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার বলেন,“গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। এই মিডিয়া জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। দৈনিক আমার সংবাদ পত্রিকাটি তেমনি ভূমিকা পালন করে যাচ্ছে। দেশে হলুদ সাংবাদিকতা ভরে গেছে এই জাতীয় সাংবাদিকতা পরিহার করতে হবে।” দৈনিক আমার সংবাদ প্রত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,“দৈনিক আমার সংবাদ পত্রিকাটি হাঁটি, হাঁটি পাঁ, পাঁ করে আজ ৮ম বছর পূর্তি পেরিয়ে ৯ম বছরে পদার্পণ করেছে, নির্যাতিত মানুষের মুখপাত্র হিসাবে কাজ করে যাচ্ছে। এমনকি মহামারী করোনা ভাইরাসের মধ্যেও পত্রিকাটি কোনদিন বন্ধ হয়নি। জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছে, যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করছি।”