ফয়সাল আজম অপু :নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির নিহতের প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালেক্টরেট চত্বরের মুজিব মঞ্চের সামনে এ প্রতিবাদ সমাবেশ হয়। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএমএসএফ এর জেলা সভাপতি ও বাংলা ভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি শাখাওয়াত জামিল দোলনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা সহ-সভাপতি ও দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি মোঃ আখতারুজ্জামান, সাধারন সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণের নিজস্ব প্রতিনিধি টুটুল রবিউল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেনসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আজম অপু, দৈনিক ডেল্টা টাইমস এর গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি এমরান আলী বাবু, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক এএসএম সোহাগসহ অন্যরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা, সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যাকে একটি পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে বলেন, গোলাগুলির ভিডিও ধারন করায় তাকে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনী। মোজাক্কির হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যা বা নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন বক্তারা। বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যা বা নির্যাতনের প্রতিবাদে কোন সাংবাদিক সংগঠন মাঠে না থাকলেও বিএমএসএফ সাংবাদিক হত্যা বা নির্যাতনের প্রতিবাদে সবসময় মাঠে আছে এবং থাকবে, ইনশাআল্লাহ। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় দেশের সকল সাংবাদিককে এক হয়ে বিএমএসএফ এর পতাকাতলে এসে আন্দোলনে শামিল হবার আহবান জানানো হয়।