ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০ টায় গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসকল প্রতিযোগিতা হয়। জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা হয়। তারপর ১১ টায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব শেষে পৌনে ১২ টায় হয় রচনা প্রতিযোগিতা। ‘বঙ্গবন্ধুর জন্মদিন-শিশুর হৃদয় হোক রঙ্গিন’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খাইরুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রওশনা জাহান, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মোহাইমিনসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমসহ অন্যরা। এসকল প্রতিযোগিতায় বিজয়ীদের ১৭ মার্চ বুধবার বিকেলে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন জেলা শিশু একাডেমী কর্মকর্তা শফিকুল আলম।