নিউজ ডেস্ক : বনানী কবরস্থানে সমাহিত করা হবে অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। আজ শনিবার বাদ জোহর কবরস্থান এলাকায় তাঁর জানাজা হবে। তার আগে বনানী কবরস্থানের সামনেই মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে। কবরীর ছেলে শাকের চিশতী বণিক বার্তাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘মরদেহ সোয়া ১২টায় আধাঘণ্টার জন্য নেয়া হবে গুলশানের বাসায়। সেখান থেকে মরদেহ জানাজার জন্য নেয়া হবে বনানী কবরস্থানে। ’
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী। রাতে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়।