মো.হারুন অর রশিদঃ চাঁপাইনবাগঞ্জে পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে গতকাল ১ হাজার ৭০০ পিস ইয়াবা,৪৫ গ্রাম হেরোইন ও ৮০ বোতল বাংলা মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। জানা গেছে,প্রথম অভিযানে জেলার শিবগঞ্জ থানাধীন হাউসনগর গ্রামে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা সহ ফারুক আহমেদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক ফারুক শিবগঞ্জ থানাধীন জঙ্গল্যাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।দ্বিতীয় অভিযানে বেলা ২.৫৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন বালুটুঙ্গি গ্রামে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃতরা হলো শিবগঞ্জ থানাধীন বালুটুঙ্গি গ্রামের মোঃ তহুরুল ইসলামের ছেলে আকবর আলী (৪০) ও ভোলাহাট থানাধীন শিকারি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আনিসুর রহমান ওরফে খালেক (৬০)।তৃতীয় অভিযানে চাঁপাইনবাগঞ্জ সদর থানাধীন এ/পি রেলষ্টেশন প্রান্তিকপাড়ায় ৪৫ গ্রাম হেরোইন ও ৮০ বোতল বাংলামদ সহ মোঃ বাবু (৩৫) কে তার ভাড়া বাসা থেকে আটক করে।আটক বাবু সদর থানাধীন গোহালবাড়ী গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। তিন অভিযানে আটক চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।