ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে শতবর্ষী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ জাহান আলি মিয়া ওরফে পচুঁ হাজি (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—ইলাহি রাজিউন)। সোমবার (৩’মে) সকাল সোয়া ৭টার দিকে জেলা শহরের বড় ইন্দারা মোড় এলাকার নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। বিকেল সাড়ে ৫টায় শহরের ফকিড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়ার পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, সাবেক মেয়র আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মরহমের ছেলে আল্লারাখা মিয়া জানান, মরহুমের ইচ্ছানুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদ তোহাখানা সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (স.) এর মাজারের পাশে দাফন করা হয়।