নিজস্ব সংবাদদাতা : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানীর ডেস্ক পরিবর্তন করা হয়েছে। সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা করা হলেও মঙ্গলবার (১৮ মে) এটি প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের সই করা এক অফিস আদেশে শিব্বির আহমেদ ওসমানীকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় বদলি করা হয়েছে।
একই অফিস আদেশে আরও পাঁচ জনের ডেস্কও পরিবর্তন করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে রোজিনা ইসলামকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর ওই দিন রাতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নথি সরানোর অভিযোগে রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা ও পেনাল কোডের ৩৭৯ ও ৪১১ ধারায় রোজিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলার বাদী স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।