নিউজ ডেস্ক : পরিস্থিতি পক্ষে থাকলে আগামী ১৩ জুন থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আর ভিন্ন হলে বন্ধের সীমা বাড়বে। বুধবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো, জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব কথা জানান। তবে সব পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তবে, ১৩ জুন থেকে স্কুল খুললে ২০২১ ও ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ছয়দিন করে ক্লাস করবে। বাকি শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে ক্লাস করবে। পর্যায়ক্রমে বাড়ানো হবে। ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। ২০২২ সালের পরীক্ষা দুটির জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে। এসএসসিতে ১৫০ ও এইচএসসিতে ১৮০ দিনের সিলেবাস তৈরি হবে। আগামী জুন মাস থেকে সপ্তাহে দুদিন অ্যাসাইনমেন্ট ক্লাস হবে।
বিশ্ববিদ্যালয় খোলার ক্ষেত্রে ইউজিসির সঙ্গে আলোচনা করে জানানো হবে। তবে তার আগে বিশ্ববিদ্যালয়ে টিকাদান কাজ শেষ করা হবে। তবে সব পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আবাসিক হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদেরকে নতুন টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে রাখা হবে।
সব শিক্ষার্থীর হাতে ইন্টারনেট নেই তাই অ্যাসাইনমেন্ট নির্ভর শিক্ষা চালু হয়েছে। মাধ্যমিক শিক্ষায় অ্যাসাইনমেন্ট ক্লাস অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিগণিত হবে। অনলাইনে ক্লাস নিতে আগামী মাসে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।
করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় খোলার দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে ২৩ মে স্কুল কলেজ খোলার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তা আরও পেছালো।