মোঃ হারুন অর রশিদঃ নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজা সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছ র্যার।র্যাব-৫,রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৮ মে) নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন নাওহাটা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।এরা হলো,কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দক্ষিণ গ্রাম এলাকার মৃত ইদ্রিস ছেলে পিকআপ চালক আবুল কালাম (৩২) ও নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন চেরাগপুর ঋষি পাড়ার মৃত কমল ঋষির ছেলে শ্রী সুপত ঋষি (৩২)।আটক মাদক ব্যবসায়ী দ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।