আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে বঙ্গবন্ধু গোল্ড কাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ২৯ মে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শেখ রাশেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুজ্জামান, কাঁমারগা ইউপি চেয়ারম্যান মুসলেম উদ্দিন,চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, সরনজাই ইউপি চেয়ারম্যান আঃ মালেক,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আঃ মতিন,বাঁধাইড ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ। এদিন উদ্বোধনী খেলায় কাঁমারগা ইউনিয়ন চান্দুড়িয়া ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে কলমা ইউনিয়ন সরনজাই ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে। তৃতীয় ম্যাচে বাঁধাইড ইউনিয়ন ট্রাইবেকারে ৪-৩ ব্যাবধানে পাঁচন্দর ইউনিয়নকে পরাজিত করে এবং চতুর্থ ম্যাচে মুন্ডুমালা পৌরসভা তালন্দ ইউনিয়নকে ৩-০ গোলের ব্যাবধানে পরাজিত করেছে। উল্লেখ্য নকআউট ভিত্তিক টুর্নামেন্টে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভা থেকে ৯টি দল অংশগ্রহণ করছে। আগামি ৩১ মে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ জানান-দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ফুটবল খেলোয়ারদের খুঁজে বের করে আনার প্রত্যয় নিয়ে সারা দেশে উপজেলা পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, তিনি বলেন, এরই ধারাবাহিকতায় তানোর উপজেলায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।