চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের রেলবাগান কলাপট্টি এলাকার আব্দুর রহিমের সাত বছরের মেয়েশিশুকে যৌন হয়রানির চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার ৮ জুন রাত সাড়ে নয়টার সময় সদর মডেল থানার এসআই জালাল এর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২ নং ওয়ার্ডের হুজরাপুর গুধুপাড়া এলাকা থেকে ঘাতক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, ২ নং ওয়ার্ডের হুজরাপুর গুধুপাড়া এলাকার হুমায়ুন আলীর ছেলে মোঃ বিশাল (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, সাত বছরের মেয়েশিশুকে যৌন হয়রানি চেষ্টা করার অভিযোগে থানায় একটি মেয়ের বাবা আব্দুর রহিম অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে বিশালকে গ্রেপ্তার করা হয় এবং বিশালের বিরুদ্ধে একটি মামলা হয়।