বিডিঢাকা ডটকম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে করোনা প্রতিরোধে বিশেষ লকডাউনে খেটে খাওয়া দরিদ্র ও অসহায় কর্মহীন চা-বিক্রেতা ও ভ্যানচালকদের মাঝে করোনা সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনা সহায়তার ত্রাণ বিতরণ সুষ্ঠুভাবে চলছে। বৃহষ্পতিবার সকালে দাইপুখুরিয়া ইউনিয়নের করোনা সহায়তার ত্রাণ আর্থিক সহায়তা বিতরণের উদ্বোধন ইউপি চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মো. মাহবুব আলম, ইউপি সচিব মেনুয়ার জাহান, ওয়ার্ড সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, মো. কাহবুল আলম, সাদিকুল ইসলাম, জিয়াউর রহমান, মহিলা সদস্য রুপালী খাতুন, তানজিলা বেগম। এসময় ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, দেশে করোনা ভাইরাস প্রাদূর্ভাব হঠাৎ বৃদ্ধি পাওয়ায় বিশেষ লকডাউন ঘোষণার ফলে খেটে সাধ্রাণ মানুষ কর্মহীন হয়ে পড়েন। ফলে সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে কর্মহীন চা-বিক্রেতা ও ভ্যানচালকদের জন্য ৫’শ টাকা করে নগদ অর্থ প্রদান করছেন। এরই প্রেক্ষিতে আমার ইউনিয়নে সুষ্ঠুভাবে কর্মহীন চা-বিক্রেতা ও ভ্যানচালকদের মাঝে অর্থ বিতরণ কার্মক্রম চলছে।