বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২০৩ বার পঠিত

 চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৭ টি গৃহ হস্তাতান্তর করা হয়ছে। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জেলায় দ্বিতীয় দফায় ২ হাজার ৬১৯ গৃহহীন অসহায় পরিবারের বসবাসের জন্য ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০ জুন রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমিহীন গৃহহীন বিধবা অসহায় বয়স্ক দুঃস্থ এবং প্রতিবন্ধী মানুষদের মাঝে জমির দলিলসহ গৃহের চাবি হস্তাতান্তর করা হয়।

জানাগেছো, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্বিতীয় দফায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩০৮ টি, শিবগঞ্জ উপজেলায় ১০০টি, গোমস্তাপুর উপজেলায় ৩০০টি, নাচোল উপজেলায় ৩০০টি, ভোলাহাট উপজোলায় ৪১১টি গৃহ বরাদ্দ দেয়া হয়। সর্বমোট ১হাজার ৪১৯ টি গৃহ বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে থেকে ১হাজার ৭০ টি গৃহ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। সেগুলো আজ প্রদান করা হয়।

দ্বিতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১হাজার ২০০টি অতিরিক্ত গৃহের বরাদ্দ পাওয়া গেছে। এর ভেতর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২০০টি, শিবগঞ্জ উপজেলায় ২০০টি, গোমস্তাপুর উপজেলায় ২০০টি, নাচোল উপজেলায় ২০০টি ও ভোলাহাট উপজেলায় ৪০০টি গৃহের উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে। এ গৃহগুলোর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। নির্মাণকাজ শেষে প্রকৃত মালিকের কাছে গৃহগুলো প্রদান করা হবে।এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) ,সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনসহ গণমাধ্যম কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com