নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ শীতের সন্ধ্যা ঘনিয়ে আসতেই খেলার মাঠগুলোতে জ্বলে উঠছে হলদেটে বাতি। মৃদু হিমেল হাওয়ায় উঠতি বয়সী থেকে শুরু করে মধ্যবয়সীরাও মাতছেন ব্যাডমিন্টন খেলায়। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি নামোটোলা এলাকায় শুরু হয়েছে একতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হাসান আনু মিঞা। বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অগ্রযাত্রা পল্লী উন্নয়ন প্রকল্পের পরিচালক হাবিবুল হক হেন্টু মিঞা। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় নিশাত একাদশ বনাম চাঁদপুর একাদশ অংশ নেয়। এর আগে আনোয়ার হাসান আনু মিঞা চককীর্তি ইউপির ৯নং ওয়ার্ডের চাপাপুকুর এলাকায় নৌকার পক্ষে উঠান বৈঠক করেন। এতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।