বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধের ১১তম দিনে ঢাকায় গ্রেপ্তার ৭০৮

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৩৩ বার পঠিত

করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের ১১তম দিনে অকারণে বাইরে বের হওয়ার ঢাকায় ৭০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১৮৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা।

এছাড়া ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এখন পর্যন্ত রাজধানীতে মোট গ্রেপ্তার হয়েছেন ৭৩৪৮ জন।

রোবাবর বিকেলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, লকডাউনের ১১তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকা থেকে ৭০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও বিধিনিষেধে প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ২৪৪ গাড়িকে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com