শিবগঞ্জের দাইপুকুরিয়ায় ১ রাজমিস্ত্রী নিহত, বাড়ির মালিকসহ অসুস্থ ২ জন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলায় শৌচাগারের জন্য মাটির ভেতর নির্মানাধীন একটি সেফটি ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে ১ রাজ মিস্ত্রি নিহত হয়েছে। এসআই নুরনবীসহ পুলিশের সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। ঘটনাস্থলেই নিহত হয় রাজমিস্ত্রী। নিহত যুবক গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের ইসরাইলের ছেলে মো. শরিফুল ইসলাম (২৪)। একই এলাকার মসলেম উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৬) ও বাড়ির মালিক তোজাম্মেল হক অসুস্থ হন। শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের মৃত জব্বারের ছেলে তোজাম্মেল হকের বাড়ীতে ৩০ জুন বুধবার দুপুর পৌণে ১ টার দিকে ঘটনাটি ঘটে। অসুস্থদের প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতাল নিয়ে আসা হয়। লাশ পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।