শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

অনুমোদনহীন ৫৯টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ বার পঠিত

অনুমোদনহীন ৫৯টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বন্ধ হওয়া আইপি টিভির তালিকা নিম্নে দেয়া হলো। জাগোবিডি, বাংলা২১ টিভি, মিলেনিয়াম টিভি,রেডিয়েন্ট আইপি টিভি,এটিএন মিউজিক,টাইম টেলিভিশন, লাইভ২ওয়েভ টিভি,বরেন্দ্র টিভি, রং টিভি, এটিএন ইসলামিক টিভি, মুভি বাংলা টিভি,টাইমস ২৪ টিভি, প্রবাসী টিভি,আরটিভি মিউজিক,টোটাল ক্যাবল, নকশী টিভি,জয় টিভি,বী আইপি টিভি,প্যানাভিশন টিভি,চ্যানেল এস বিডি, এনআরবি টিভি,৭১ বাংলা টিভি,টিভি ওয়ান ইউকে, দেশেবিদেশে,আইওএন টিভি ইউকে,দাওয়াহ টিভি, ম্যাজিক বাংলা টিভি,মাদানী বাংলা,ইকরা বাংলা টিভি, ডিজি বাংলা টিভি,মাই সিনেমা,রোয়াল টিভি, আলিফ টিভি,জন্মভূমি টিভি, এবি টিভি ইউএসএ, জয়যাত্রা টিভি,কিউ টিভি, কুমিল্লা২৪, কালারশিপ টিভি, হারনেট টিভি,নারী টিভি, আল্পনা টিভি,আযান টিভি, গ্লোবাল বাংলা টিভি,ঢাকা টিভি,এনটিভি বাংলা, চ্যানেল টি ওয়ান,জাগরণী টিভি, এনএএন টিভি,এমবি টিভি, স্বপ্ন টিভি,মুভি ২,বিশ্ব বাংলা২৪, আরএনএন টিভি, ফ্ল্যাশ টিভি,চ্যানেল এইচ, সিটি টিভি,ঝংকার টিভি এবং টিভি-৭। প্রসঙ্গত,টেলিভিশনে প্রচারিত কনটেন্ট আইপি নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপি টিভি। বিটিআরসি শুধু লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানগুলোকে আইপিভিত্তিক ডাটা সার্ভিসের (স্ট্রিমিং সার্ভিস, আইপি টিভি,ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com