নিজস্ব সংবাদদাতা : পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমান ও তার স্ত্রী শরিফা বেগম মনির সম্পদের উত্স অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিককে বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
১২তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বর্তমানে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। তিনি ১৯৯১ সালে পুলিশে যোগ দেন। নেত্রকোনা সদরের বাসিন্দা মোখলেসুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ জমা পড়লে কমিশন উপ-পরিচালক শাহীন আরা মমতাজকে অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, এ দম্পতির নামে যে পরিমাণ সম্পদ পাওয়া গেছে তা তাদের বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পরে মোখলেস ও তার স্ত্রীর সম্পদের হিসাব তলব করা হয়। তারা সম্পদ বিবরণী জমা দেন। সেই সম্পদ বিবরণী যাচাইসহ তাদের স্থাবর-অস্থাবর সম্পদের উত্স খতিয়ে দেখবেন দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।