নিজস্ব সংবাদদাতা : অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদকে গোয়েন্দা (ডিবি) বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি ডিবি উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডিবি উত্তর বিভাগের আওতাধীন এলাকা হচ্ছে- ডিবি তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা বিভাগ এলাকা। একই সঙ্গে তিনি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্ব পালন করবেন।
এর আগে ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন অর রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়। তারও আগে নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালন করেন হারুন অর রশীদ। ২০২০ সালে ১৪ মে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে নিযুক্ত করা হয়।