বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা, চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, কানসাট ইউপি চেয়ারম্যান মাওলানা সেফাউল মুলক, উজিরপুর ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী, পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ধাইনগর ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা যুব অফিসার আবদুৎ তোয়াবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগণ।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, সকালের সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও আলোচনা-পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে সিন্ধান্ত গৃহীত হয়।