নিজস্ব সংবাদদাতা : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফাকে দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এই তথ্য জানান।আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর ১১ মাস ধরে ধর্ম সম্পাদকের পদটি ফাঁকা ছিল। আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখনও ৫টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে সভাপতিমণ্ডলীর ২টি ও কার্যনির্বাহী সদস্যের তিনটি পদ ফাঁকা রয়েছে।