রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে : আব্দুল ওদুদ এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে উন্নয়নের সরকার, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই চাঁপাইনবাবগঞ্জেরও অনেক উন্নয়ন হয়েছে। তাই এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতহা বজায় রাখতে হবে। এজন্য আগামী নির্বাচনে নৌকার জন্য কাজ করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এই সরকার স্থানীয় সরকার বিভাগকে আরো শক্তিশালী করার জন্য নানামুখী পরিরকল্পনা গ্রহণ করেছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্ট (এলজিসিআরপি) শীর্ষক প্রকল্পের প্রথম প্যাকেজের ভৌত অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
সকাল সাড়ে ৯টায় মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় ২ কোটি ৩ লাখ ৯৮ হাজার ৯১৬ টাকা ব্যয়ে ১.১৬ কিলোমিটার রাস্তা পাকাকরণ এবং ০.৬৬৫ মিটার ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. সালেহ্ উদ্দিন, প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর ইফতিখার আহমেদ রঞ্জু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাজু আহমেদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলামসহ অন্যরা।
পরে সংসদ সদস্য বেলেপুকুরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সেই এলাকা পরিদর্শন করেন এবং সমস্যা নিরসনে এলাকাবাসীকে আশ^াস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com