চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিষ্ঠানের উন্নত পদ্ধতিতে মাছের পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (০৬ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগরে এ ক্রয়-বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সাবেক এপিপি অ্যাড. এ.বি.এম. সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিমুল এহসান, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের জেলা সমন্বয়ক এস.এ.এ শাফি, জেলা প্রাণীসম্পদ কর্মকাতা কৃষিবিদ ড. মোস্তাফিজুর রহমান, সদর উপজোলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের প্যানেল মেয়র মোসলেমা বেগম মুসি, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম। আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মাছের পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের সভাপতি ফরমান আলী, সহ-সভাপতি সোহরাব আলী, সাধারন সম্পাদক মো. এনায়েত আলী, মহিলা উদ্যোক্তা শ্যামলী খাতুনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উন্নত পদ্ধতির মাছের পোনা উৎপাদন ও বিপনন বিষয়ে আলোচনা করেন বক্তারা।