শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি কর্তৃক ফেন্সিডিল ও নেশাজাতীয় ইনজেকশন সহ আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২২৫ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়া ও সোনামসজিদ সীমান্তে তল্লাসী করে ফেন্সিডিল ও নেশাজাতীয় ইনজেকশনসহ ৩জনকে আটক করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শনিবার ও রোববার (২৪ ও ২৫ এপ্রিল) পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল ও ইনজেকশন উদ্ধার ও ৩ জনকে আটক করে ৫৯ বিজিবি। এক প্রেসনোটে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৮টা হতে রোববার সকাল ৬টা পর্যন্ত ৫৯ বিজিবি’র উপ-অধিনায়ক খন্দকার শাহরিয়ার আলম এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহম্মদ হাফিজুর রহমানসহ বিলভাতিয়া বিওপির দায়িত্বপুর্ণ এলাকায় বিশেষ তল্লাসী চালানো হয়। এসময় দৌলতবাড়ী গ্রামের মোঃ বশির আলীর ছেলে মোঃ জোনাফ আলীর (২৮) বাড়ি তল্লাসী করে ৪৪ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেল আটক করা হয়। এসময় মোঃ জোনাফ আলী ও একই গ্রামের মোঃ নুর মোহম্মদের ছেলে শাহনেওয়াজ (৩০) কে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে একই গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ বেলাল মিয়া (৩২)কে আটক করা হয়। জব্দকৃত মাদকের সিজার মুল্য ১ লক্ষ ৯৭ হাজার ৬০০টাকা বলে জানিয়েছে ৫৯ বিজিবি। অপরদিকে রোববার দুপুর সোয়া ২টায় উপ-অধিনায়ক খন্দকার শাহরিয়ার আলমের নেতৃত্বে সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮৫/৮ এর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারাসবাড়ী শ্বশানঘাট এলাকা হতে মালিকবিহীন ৩৮৭ বোতল ফেন্সিডিল ও ৪২৫ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মুল্য ২ লক্ষ ৮২ হাজার ৩০০টাকা। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আটক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও মুঠোফোনে জানান রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com