নিজস্ব সংবাদদাতা : করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
করোনা আক্রান্ত অ্যাডভোকেট নাজমুল হাসানকে গত ৭ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকেল সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
বারিধারার ডিওএইচএস জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। অ্যাডভোকেট নাজমুল হাসানের বাবা মোহাম্মদ গোলাম মাওলা জেলা ও দায়রা জজ ছিলেন।