নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪১ জনে।
এ ছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৪৮৬টি ল্যাবে ১৬ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১,৬৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত সাত লাখ ৯২ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হলো।
মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, একদিনে সুস্থ হয়েছেন ১২৭৯ জন। আর করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন সাত লাখ ৩২ হাজার ৮১০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৪ জন নারী।