বিডি ঢাকা অনলাইন ডেস্ক
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। উপজেলা স্কাউটস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও আসমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, উপজেলা স্কাউটসের সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। ক্যাম্পুরীতে উপজেলার প্রায় অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটসরা অংশ নিচ্ছে।