বিডি ঢাকা অনলাইন ডেস্ক
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল
মজিদ, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোশের্দ, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র জাহানারা পারভীন, সাংবাদিক নাহিদ ইসলাম, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্রী নওশিন জামান প্রমুখ। দিবসটি যথাযজ্ঞ মর্যাদাই পালন উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।