বিডি ঢাকা ডেস্ক
যৌন হয়রানিকে না বলি এবং সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলি – এই শ্লোগানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন আদিবাসী যুব সংগঠন সদস্যদেরকে নিয়ে উপজেলা পরিষদ হল রুমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক এক যুব সমাবেশ অনুষ্টিত হয়, উক্ত যুব সমাবেশ আয়জন করেন ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি, সমাবেশে যৌন হয়রানি, বাল্যবিবাহের ক্ষতিকর দিক, নেশা হতে মুক্তি, এবং উচ্চশিক্ষার গুরুত্ব বিষয়ে আলোচলা করা হয়, সমাবেশে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা খাতুন, ব্র্যাক প্রতিনিধি মমেনা খাতুন (বিডিসি ) মো: মাইদুল ইসলাম (ট্রেইনার) জেসমিন জুই (জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি) সমাবেশ শেষে যুবদের মধ্যে কুইজ প্রতিজোগিতার আয়োজন করা হয় এবং পুরুস্কার বিতরণের মাধ্যমে সমাবেশর সমাপ্তি ঘোষনা করা হয়