মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাগঞ্জে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলি সহ মোঃ কাজল(১৯) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল আজ(৩০) মার্চ জেলার শিবগঞ্জ থানাধীন চককীর্তি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লহলামারী গ্রামে অভিযান চালিয়ে ২ টি ৬.৬৫ মি.মি বিদেশী পিস্তল,৪ টি পিস্তলের ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ মোঃ কাজল নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতেআটক করে।আটক অস্ত্র ব্যবসায়ী,রাজশাহী জেলার তানোর থানাধীন দোগাছী হাপানিয়া গ্রামের মোঃ বিশু এর ছেলে।আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।