বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আদর্শ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আদর্শ এগ্রোভেট লিমিটেড এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শতাধিক পোল্ট্রি খামারি নিয়ে “পোল্ট্রি খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়।
আয়োজনেঃ ফাতেমা চিকস্ এ্যান্ড পোল্ট্রি সেলস সেন্টার স্বত্বাঅধিকারী মোঃ সেলিম রেজা ফুড অফিস মোড়, চাঁপাইনবাবগঞ্জ।
সঞ্চালনায় মোঃ আল আমিন (পিয়াস)সভাপতিত্বে
সেমিনারে উপস্থিত ছিলেন আদর্শ গ্রুপের পরিচালক মোঃ আল মামুন, পরিচালক-অপারেশন রতন চন্দ্র নাথ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম এবং রিজিওনাল ম্যানেজার মোঃ মাহাতাব হোসেন। রুহুল আমিন মৎস্য খামার, আদর্শ পোল্টি এ্যান্ড ফিস ফিড টি.আই চিকস এ্যান্ড ফিড ডিলারসহ খামারি গন উপস্থিত ছিলেন সেমিনারের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ দেলোয়ার হোসেন। আদর্শ গ্রুপের পক্ষ থেকে খামারিদের জন্য উপহার হিসাবে ব্যাগ খাতা কলম গেঞ্জি ছাতা ও দুপুরের খাবারের ব্যবস্থা।
সেমিনারে এন্টিবায়োটিক মুক্ত পালন ব্যবস্থা গড়ে তুলতে খামারে প্রোবায়োটিকস ব্যবহারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আদর্শ এগ্রোভেট লিমিটেড এর আমদানিকৃত ও বাজারজাতকৃত প্রোবায়োটিক “মাল্টি প্রোবায়ো প্লাস” এর গুনাগুন, ব্যবহারবিধি ও গুরুত্ব আলোকপাত করা হয়। এছাড়াও আদর্শ এগ্রোভেট লিমিটেড এর আমদানিকৃত ও বাজারজাতকৃত অন্যান্য প্রোডাক্টস L-Tonic, AD Pure M Vet, Stress Reducer, AD-Tox, Kidney Clean & CAL Enhancer এর গুনাগুন ও ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।