মুজিব বর্ষে ভূমিহীদের আশ্রয়ণ প্রকল্প কানসাট নিরালা গুচ্ছোগ্রামে নির্মিত হচ্ছে বাড়ী। যেসব ভূমিহীন অসহায় মানুষ এই জায়গায় বসবাস করতো, তাদের জন্য নির্মাণ করা হচ্ছে এই আশ্রয়ণ প্রকল্প গুচ্ছোগ্রাম। মঙ্গলবার দুপুরে নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্প গুচ্ছোগ্রামে বাড়ী তৈরিতে বিভিন্ন দিক-নির্দশনা দিতে পরিদর্শন করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব আল রাব্বী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আব্দুল মালেক। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব আল রাব্বী জানান, এই গুচ্ছোগ্রামে যেসব ভূমিহীন পরিবারগুলো বসবাস করছিলেন, তাদেরকে স্থায়ীভাবে পূর্ণবাসের জন্য সরকারীভাবের বাড়ী তৈরী করা হচ্ছে। বাড়ীগুলো তৈরি হয়ে গেলে তাদেরকে পূর্ণবাসন করা হবে। তবে, এসময় এসব পরিবারগুলো কিছুদিন কষ্ট হবে। কিন্তু বাড়ীগুলো তৈরি হয়ে গেলে এসব অসহায় ভূমিহীন ব্যক্তিরা তাদের আশ্রয়ণ পেলে তাদের পরিবার নিয়ে সারাজীবন সুখে, শান্তিতে জীবন-যাপন করবে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব আল রাব্বী ভূমিহীন অসহায় পরিবারগুলো কাছে বাড়ী নির্মাণে বিভিন্নভাবে কামনা করেন এবং তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস প্রদান করেন।