ফয়সাল আজম অপু : দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সম্পাদক ও জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন জুয়েল গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সন্ধ্যায় প্রচন্ড বুকে ব্যথা অনুভব করলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে দায়িত্বপালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় রেস্টে ছিলেন। সোমবার সন্ধ্যায় তার বুকের ব্যথা বেড়ে গেলে আবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে রামেক হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি এখন অনেকটা সুস্থতা অনুভব করছেন। সাংবাদিক জুয়েলের সুস্থতা কামনার সকলের দোয়া চেয়েছেন তার পরিবার। তার আশু সুস্থতা কামনা করেছেন, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দর্পণ টিভি (অনলাইন)এর নির্বাহী সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম, সাধারন সম্পাদক শহীদুল হুদা অলক, সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত জামিল দোলন, জেলা সুজনের সভাপতি আসলাম কবির, সহ-সভাপতি রবিউল আলম টুটুল, সাংগঠনিক সম্পাদক হাজি মাসুদ, জেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিকগণ।