বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম প্যারামাউন্ট স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা ধরনের কালচারাল অনুষ্ঠান আর তাদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার সূধীজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ড, ফারুকুর রহমান ফয়সল, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. রোকন-উজ্জামান রোকন, নামো শংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট উপস্থাপক গোলাম ফারুক মিথুন, নামো শংকরবাটী হেফজুল উলম এফকে কামিল মাদ্রাসার শিক্ষক রাফিয়া আমমেদ, প্যারামাউন্ট স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।