ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকা হতে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র্যাব-৫। রবিবার দিবাগত রাত (১৬ মে) ৪৫০ পিস ইয়াবাসহ সদর উপজেলার মহারাজপুর বালূবাগান এলাকা হতে তাকে আটক করা হয়। সুমন মহারাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সবজি ব্যবসায়ী মো. তরিকুল ইসলামের ছেলে। র্যাবের এক প্রেসনোটে রবিবার গভীর রাতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে রবিবার রাত ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বালুবাগান গ্রামে আম বাগানে অভিযান চালিয়ে ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়। আসামি সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আটক সুমনকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।