ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শওকত আরা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত শওকত আরা (৬০) মোবারকপুর ইউনিয়নের রানীবাড়ি এলাকার তাফজুল ইসলামের স্ত্রী। জানা যায়, গতরাত সোমবার (১৭ জানুয়ারী) সাড়ে ৭টার দিকে শওকত আরা (৬০) তার বাবার বাড়ি চাকলা থেকে পায়ে হেটে বাড়ি ফিরে। বাড়ি ফেরার পথে পুকুর পাড় নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে যায়। ঘাতক মোটরসাইকেল চালক তাৎক্ষণিক পালিয়ে যায়। শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, ঘাতক মোটরসাইকেলটি পালিয়ে যায় এ কারনে আটক করা সম্ভব হয়নি। শওকত আরার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।