ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়ে লাশ হলেন সাইদুল আলী নামক এক মুসুল্লী। শুক্রবার (১৪ মে) সকালে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের গৌরিশংকরপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল আলী ( ৫৫) একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে। মসজিদের মুয়াজ্জিন আনজারুল হক জানান, বারোমাসিয়া বানজারা গৌরিশংকরপুর জামে মসজিদ টি সদ্য ২য় তলার ছাদ নির্মান শেষ হয়েছে। ঈদের দিন মুসুল্লীদের চাপ বেশি থাকায় দ্বিতীয় তলায় মাদুর বিছানোর সময় বেখেয়াল হয়ে পেছনের দিকে সরতে থাকলে এবং বাউন্ডারি ওয়াল না থাকায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় ঐ মুসুল্লি কে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।