ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাঘিতলা থেকে ১৮৩ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা (২৮) র্্যাবের হাতে গ্রেফতার। সোহেল রানা সদর থানার গোবরাতলা (বর্তমান) গ্রামের মোঃ সেলিম রেজার ছেলে। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্্যাব ক্যাম্পের আভিধানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ মে সকাল সোয়া ৬টার সময় শিবগঞ্জ থানাধীন কানসাট বাঘিতলা চৌরাস্তা মোড়ে অভিমান পরিচালনা করেন। এসময় ভাষ্যকার ফ্যাশন এন্ড সু স্টোর এর সামনের পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ১৮৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানাকে গ্রেফতার করেন। র্্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান, উক্ত মাদক ব্যবসায়ী সোহেল রানা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।