মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে ৬৯ বোতল ফেনসিডিল ও ৯০০ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।প্রথম অভিযানে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল (২১ ফেব্রুয়ারি) জেলার শিবগঞ্জ থানাধীন নামো চাকপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬৯ বোতল ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে আটক করে।এরা হল ওই গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে জাকির হোসেন(২২) ও একই গ্রামের আইনাল হকের ছেলে মোঃ ধুল্লাহ(২৪)। অপর অভিযানে গোয়েন্দা পুলিশ সদর থানাধীন জোগানদার পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সহ আসলাম আলী(৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে।আটক ব্যক্তি সদর থানাধীন চর বাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের আলঃ একরামুল হকের ছেলে।উভয় ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।