ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মার্কেটের তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টা হতে ৪টা পর্যন্ত এ চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে সদর মডেল থানা পুলিশ এসে চুরি হওয়া দোকান পরিদর্শন করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নৈশ-প্রহরী জামালকে আটক করেছে। চুরি হওয়া দোকানের মালিক মেসার্স প্রান্তিক নুর ব্যাটারীর মালিক নুরুল ইসলাম জানান, প্রায় ৮-১০ জন চোর নৈশ-প্রহরী জামালকে বেঁধে একটি ট্রাকে আটকে রেখে চুরি করে। চোররা তার দোকানের প্রায় ২ লক্ষ টাকার ব্যাটারী ও নগদ ৩৭ হাজার টাকা নিয়ে গেছে। চুরি হওয়া মেসার্স সিয়াম মটরস এর মালিক উজ্জ্বল জানান, তার দোকানের তালা ভেঙ্গে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার টায়ার নিয়ে গেছে। অপর দোকান মেসার্স সৌদিয়া টায়ার মটরস এর মালিক আব্দুল মালেক জানান, তার দোকান হতে প্রায় ১০ লক্ষ টাকার টায়ার নিয়ে গেছে চোরেরা। ঐ মার্কেটের এক দোকানদার জানান, সিসিটিভি ফুটেছে দেখা গেছে, চোরেরা রাত ২টা হতে ৪ টা পর্যন্ত ওই মার্কেটের তিনটি দোকানে চুরি করা টায়ার ও ব্যাটারি একটি ট্রাকে তুলছে। তারপর তার ট্রাকটি নিয়ে বিশ্বরোডের দিকে নিয়ে যায়। মেসার্স সিয়াম মটরস এর মালিক উজ্জ্বল জানান, নৈশ-প্রহরী জামালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে। অপরদিকে, একই রাতে পৌর এলাকার উপর নিমগাছি সরকার পাড়া এলাকার রমজান আলির বাড়ি থেকে একটি অটোভ্যান চুরি করে নিয়ে গেছে চোরেরা। অটোভ্যান মালিক মৃত আব্দুস সাত্তারের ছেলে রমজান আলি জানান, শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে চোরেরা আমার শেষ সম্বল অটোভ্যানটি চুরি করে নিয়ে গেছে। তিনি জানান বাড়িতে প্রতিদিনের মতো অটোভ্যান রাতে চার্যে দেয়া ছিলো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অটোভ্যান চোরেরা নিয়ে গেছে। অনেক খুঁজাখুজি করে না পেয়ে সদর মডেল থানায় জিডি করেছি। আরও বলেন, আমার অটোভ্যানটির মূল্য ৫০ হাজার টাকা। আমি একজন হতদরিদ্র অটোভ্যান চালক, এটি আমার শেষ সম্বল ছিলো। চুরি হয়ে যাওয়ায় আমাকে ৪ কন্যা সন্তান নিয়ে পথে বসতে হবে বলে কান্নায় ভেঙে পড়েন সহায় সম্বলহীন রমজান আলি।