বিডি ঢাকা অনলাইন ডেস্ক
শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখর উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা শহরের শান্তিমোড় এলাকায় নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সকড় প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তারা মালিকও শ্রমিকের মধ্যে ঐক্যর পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরিসহ অন্যান্য সুওযাগ সুবিধা প্রদানের আহ্বান জানান।
সংগঠনটির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন,সংগঠনটির প্রধান উপদেষ্টা সাংবাদিক শহীদুল হুদা অলক, সংগঠনটির উপদেষ্টা মতিউর রহমান, সহসভাপতি মজিবুর রহমান ভিখু, সহসভাপতি এমরান আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া সম্পাদক বুলবুল আলী, বারঘরিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অসিম আলী। এর আগে র্যালিতে অংশগ্রহণ করেন, সাবেক জেলা পিরষদ সদস্য আব্দুল হাকিম, মেসার্স লুনা ট্রেডার্সের মালিক রাইহানুল ইসলাম লুনাসহ অন্যরা।