বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ এর উদ্যোগে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকালে শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেট (শিল্পকলা মার্কেট) এর উদীচী শিল্পীগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ এর অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে। ‘শোষনের বেড়াজালে মানুষের প্রাণ-মুক্তির মিছিলে লড়াইয়ের গান’ শ্লোগানে বের হওয়া র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সাটু মার্কেটের ৩য় তলায় আলোচনা সভা করে। উদীচী শিল্পীগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ এর সভাপতি এ্যাড. মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জীবন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, গৌরি চন্দ সিতু, ইসরাইল সেন্টুসহ অন্যরা। এসময় উদীচী শিল্পীগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ এর বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, শিশু শিল্পী ও বিভিন্ন গোষ্ঠির সদস্যরা অংশ নেয়।