ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরনে শামীম (৪৬) নামে এক পথচারী আহত হয়েছেন। জানা গেছে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরের সাদেকুল ইসলামের ছেলে। রোবিবার (২৪ জানুয়ারী ২০২১খ্রি.) সন্ধা সাড়ে ৬ টায় পৌর এলাকায় বিদিরপুরে ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে। জানা গেছে; নবাবগঞ্জ পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক নিয়ামুল ও মাহমুদুল হাসান সদর উপজেলা যুবলীগের প্রচার প্রকাশনা সম্পাদক স্হানীয় এলাকায় প্রভাব-বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের বিরোধ চলছিলো। গত ৪ তারিখ থেকে প্রায় প্রতিদিনই বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটছে বলে জানায় বিশ্বস্ত এক সুত্র। সদর থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জানায়; ককটেল বিষ্ফোরনের ঘটলা ঘটলে,তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনা- স্থল হতে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয় বলেও জানায় কর্তৃপক্ষ। সংবাদটি প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ আটক হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। আহত ব্যাক্তির অবস্থা গুরুতর হলে, জরুরী ভিত্তিতে ব্যক্তি (শামিম)কে খুব দ্রুত রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।