শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সমাবেশে যোগ দিলেই মিলবে সুদমুক্ত বড় ঋণ; লক্ষ্মীপুরে ১০ বাস-মাইক্রোবাসসহ আটক ১১ বিষ প্রয়োগে মেঘনা নদীর লক্ষ্মীপুর অংশে মাছ শিকার, নিধন হচ্ছে জলজ প্রাণীও আপনাদের বঞ্চনা কতটা কমানো যায় সেই চেষ্টা করা হবে : আদিবাসীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার ! সংকট কাটিয়ে সম্ভাবনার নতুন স্বপ্ন রাকসু ঘিরে; নির্বাচনের আশ্বাস প্রশাসনের রাজশাহীতে অধ্যক্ষ পদের দ্বন্দ্বে মারামারি, থানায় অভিযোগ দুদক পুনর্গঠন ফাইল মন্ত্রণালয়ে আটকা ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, কবে হবে কার্যকরী পদক্ষেপ আদালতে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর গুলিস্থান – গাজীপুর রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু

চাঁপাইনবাবগঞ্জে ছেলেকে বাঁচাতে বাবার আকুতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ১০৫৫ বার পঠিত

 টুটুল রবিউল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ‘আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান’ এমন আকুতি জানিয়ে কেঁদে ফেললেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলাহাটের হাটপাড়া এলাকার তরতাজা যুবক মোঃ সাহিদ (৩৫)। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সাহিদের পিতা আব্দুস সামাদ (সাবান)। আব্দুস সামাদের মেজো ছেলে সাহিদ। বড় ছেলে করোনার কারণে বিদেশ ফেরত বেকার। ছোট ছেলে স্থানীয় কসাই এর কাজ করে। খেটে খেলেও সামাদের সংসারে কোন অভাব ছিলনা। কিন্তু ২০১৯ সালের জানুয়ারি মাসে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। মেজো ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ডাঃ আব্দুল মজিদের নিকট চিকিৎসা করান। সেখানেই কিডনির সমস্যা ধরা পড়ে। ডাঃ আব্দুল মজিদের পরামর্শে রাজশাহীতে ডাঃ নুরুল ইসলামের নিকট চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন ছেলের দু’টো কিডনিই নষ্ট (৬০%, বর্তমানে ৮০%)। তারপর থেকেই সপ্তাহে ২ বার ডায়ালাইসিস করতে হয় ছেলে সাহিদের। মাসে ২বার রক্তও দিতে হয়। কারণ সাহিদের শরীরে রক্ত ও ক্যালসিয়াম উৎপাদন ক্ষমতা শুন্যের কোঠায়। তাছাড়াও সাহিদ হার্টের সমস্যায় ভুগছে। প্রতিমাসে ছেলের চিকিৎসা খরচ ২০ হাজার টাকা (প্রায়)। নিজে তিনি এক কাঁসা পিতল কারখানার কর্মচারী, বড় ছেলে বেকার। ছেলের চিকিৎসায় ২ বছরে প্রায় ১২ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন তিনি। তাও ছেলে সাহিদকে সুস্থ করতে পারেন নি। বর্তমানে টাকার অভাবে ছেলের ডায়ালাইসিস করাতে পারছেন না তিনি। এলাকার কিছু প্রবাসী সন্তানের আর্থিক সাহায্যে ছেলের চিকিৎসা চলছে, তাই কোন সপ্তাহে ডায়ালাইসিস হয় আবার কোন সপ্তাহে করাতে পারেন না টাকার অভাবে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিসত্বর সাহিদের কিডনি প্রতিস্থাপন করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। দেশে কিডনী স্থাপন করতে খরচ (কিডনি ছাড়াই) ৫ লক্ষ টাকা এবং ভারতে খরচ হবে প্রায় সাড়ে ৭ লক্ষ রুপি বলে জানাই অসুস্থ সাহিদ। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেননা- একথা বলতে বলতে দু’চোখে অশ্রু ঝরে পড়লো বাবার। ছেলেকে বাঁচাতে তিনি কান্নাজড়িত কন্ঠে সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানান। তাই ছেলেকে বাঁচাতে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। কেউ সাহায্য করতে চাইলে- অসুস্থ সাহিদের বিকাশ নং-০১৭২২১৮৭৩১১ অথবা মোবাইল নং-০১৭৯৭-২৭৪৭১০ (সামাদ/সাবান) এ যোগাযোগ করার অনুরোধ করেছেন আব্দুস সামাদ (সাবান)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com