চাঁপাইনবাবগঞ্জ থেকে মো: রবিউল আলম টুটুল : চাঁপাইনবাবগঞ্জে জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুশাসন ও আইনের শাসন নিশ্চিতকরণ ও ইতিহাস-ঐতিহ্য-ভাস্কর্য বিরোধী রাজনৈতিক মোল্লাদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার সকালে শহরের নিমতলা মোড়স্থ জেলা জাসদের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবেক গুলশান মোড়ে ট্রাফিক আইল্যান্ডে সমাবেশ করে। ভাস্কর্য বিরোধী রাষ্ট্রদ্রোহিদের আইনের আওতায় আনা ও ধর্ম ব্যাবসায়ীদের রাজনৈতিক ও সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জাতীয় শ্রমিক জোটের জেলা শাখার আহ্বায়ক শাহ জামান, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ, সরকারি কলেজ শাখার সভাপতি তসিকুল ইসলাম তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসিরসহ অন্যরা। এসময় জেলা জাসদ, জাসদ ছাত্রলীগ ও জাসদ যুবজোটের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।