ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের সদর থানায় গোয়েন্দা শাখার অভিযানে ৭০ (সত্তর) গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব বাবুল সরদার জানান, ৭০ (সত্তর) গ্রাম হেরোইনসহ একজনকে ০৮ ই জানুয়ারি ২০২১ ইং তারিখ বিকাল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই আরিকুল হকের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শাজাহানপুর ইউনিয়নের সুজনপাড়া গ্রাম হইতে আটক করে। গ্রেফতারকৃত ব্যাক্তি, মোঃ আব্দুল করিম (৩০), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।