ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত সন্ধ্যা ৬ টায় ২০০পিস ইয়াবাসহ জেলা সদরের আরামবাগ হতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজার এলাকার মৃত নরেন্দ্রনাথের ছেলে বাবুল চক্রবর্তী সন্তোষ (৬০)। সে স্বনামধন্য মাদক ব্যবসায়ী মনা ঠাকুরের ভাই। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চাঁপাইনবাবগঞ্জ সুত্রে জানা যায়, ১৩ এপ্রিল সন্ধ্যা ৬ ঘটিকার সময় সদর থানাধীন আরামবাগ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ তাকে আটক করা হয় । তাকে আসামী করে সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।